নবাবগঞ্জে সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই নির্মাণ শ্রমিকের

147
নবাবগঞ্জে সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই নির্মাণ শ্রমিকের

ঢাকার নবাবগঞ্জের দিঘীরপাড় এলাকায় নির্মাণধীন একটি সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে লুৎফর (৩৫) এবং সঞ্জিত দাস (২২) নামের দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে দিঘীরপাড় এলাকার সুমনের বাড়িতে নির্মাণধীন সেফটিক ট্যাংকের ভীতর থেকে তাদের দুজমের লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ট্যাংকটি বেশকিছুদিন আগে নির্মাণ করার পর উপরে ছাদ ঢালাই দেওয়া হয়। রবিবার ঢালাই কাজে ব্যববহৃত কাঠ-বাশ খুলতে ভীতরে প্রবেশ করেন দুই শ্রমিক। প্রবেশ করার পর দীর্ঘসময়ে বের না হওয়ায় ঠিকাদার শমসের আলী নিজে এসে ভীতরে ঢুকলে দুজনকে মৃত অবস্থায় দেখতে পায়। ভীতরে অক্সিজেন না পেয়ে এবং বিষাক্ত গ্যাসে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে, বাড়ির মালিক সুমন বাসায় ছিলেন না৷ তিনি ঢাকায় থাকেন বলে জানা গেছে। লাশ ময়নাতদন্ততের জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান ডিউটিরত থাকা এসআই মিন্টু লস্কর৷

আপনার মতামত দিন