নবাবগঞ্জে সূরা মুখস্থকরণ প্রতিযোগিতা

275

 পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সূরা মুখস্থকরণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলার শিকারীপাড়ায় সমাজ কল্যাণ সংসদ নামের একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার চারটি ইউনিয়ন যথাক্রমে শিকারীপাড়া, জয়কৃষ্ণপুর, বারুয়াখালী ও নয়নশ্রী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তোফাজ্জল হোসেন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. আলমাস আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিরাজুল হোসেন চৌধুরী (বাবর মিয়া)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

আপনার মতামত দিন