নবাবগঞ্জে সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

561

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সাজপ্রাপ্ত এক আসামিক গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হোসেন আলী (৪৬) উপজেলার শোল্লা ইউনিয়নের খতিয়া গ্রামের বাসিন্দা। রবিবার রাতে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নবাবগঞ্জ থানার সিআর মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি হোসেন আলী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে গিয়ে তাকে গ্রেফতার করে।
নবাবগঞ্জ থানার এএসআই মহিরউদ্দিন বলেন, হোসেন আলীকে সোমবার দুপুরে কোর্টে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন