নবাবগঞ্জে সাপের ছোবলে যুবকের মৃত্যু

1009

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সাপের কামড়ে সুকুমার ঘোষ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সুকুমার ঘোষ উপজেলার সিংহড়া গ্রামের মৃত গোরাঙ্গ ঘোষের ছেলে। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সুকুমার সিংহড়া বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে একটি ঝোঁপের পাশে প্রস্রাব করার সময় সাপ তার ডান পায়ে ছোবল দেয়। স্থানীয়ভাবে চিকিৎসা শেষে মধ্য রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শনিবার সকালে থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে। দুপুরে তার মৃত্যু হয়।

আপনার মতামত দিন