নবাবগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

223

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী মো. সালাম (৪৫) কে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। মো সালাম নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের সমসাবাদ গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

নবাবগঞ্জ পুলিশ জানায়,  ৫টি সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী সালাম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানার উপ পরিদর্শক মো. আরাফাত হোসেন, উপ পরিদর্শক মো. আজাহারুল ইসলাম খোকন ও সহকারী উপ পরিদর্শক মো. সুজন অভিযান চালিয়ে সালামকে শনিবার গ্রেপ্তার করে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত দিন