নবাবগঞ্জে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলা

185
নবাবগঞ্জে হামলা

গত সোমবার রাতে নবাবগঞ্জের শামীম গেস্ট হাউসে অবস্থানকারী দৈনিক যুগান্তর ও যুমনা টেলিভিশনের সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।  মামলাটি করেছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মুজিবুর রহমান মাসুদ।

মামলায় দোহার উপজেলা চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেনকে প্রধান আসামী করা হয়েছে। এছাড়া নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূরে আলমসহ ১৪ জনের নাম উল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হচ্ছেন নবাবগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. পলাশ, ওই উপজেলার বাসিন্দা মুরাদ শিকদার, খৈমুন্দিন, মুরাদ হোসেন, অনুপম দত্ত নিপু, মুখলেছুর রহমান, শহিদুল ইসলাম সেন্টু, সিয়াম, মো: শহিদুল, ওয়াশিম ওরফে আজিজ মোল্লা, মুজিবুর দেওয়ান ও চুড়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল বেপারি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নির্বাচনী প্রচার কাজের সংবাদ যাতে গণমাধ্যমে তুলে না ধরা হয় সে ব্যাপারে হুমকি দেয়। এ ঘটনায় এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দেয়ার অনুরোধ জানানো হয়।

আপনার মতামত দিন