নবাবগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

687
নবাবগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রকৃচি-বিসিএস ২৬ ক্যাডার নন ক্যাডার ও ফাংনাল সার্ভিস সমন্বয় কমিটি মানববন্ধন করেছেন। আজ বুধবার দুপুরে উপজেলা ফটকের সামনে দাড়িয়ে এ মানববন্ধন করা হয়।

কৃত্য পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, উপজেলা ইউএনও’র কর্তৃক বাতিল, ক্যাডার ও নন ক্যাডার বৈষম্য দূরীকরণ, সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের পদোন্নতির সমান সুযোগ প্রদানের দাবীতে তারা এ মানববন্ধন করেন।

এসময় উপজেলায় কর্মরত চিকিৎসক, প্রকৌশলী, কৃষি ও শিক্ষা কর্মকর্তাসহ প্রায় অর্ধশত কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে তারা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে আমরা এ কর্মসূচী পালন করছি। আমাদের দাবী মানতে হবে। আগামীকাল থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ১ ঘন্টার কর্মবিরতী পালন করা হবে। এর মধ্যে দাবী না মানা হলে পরবর্তীতে লাগাতার কর্মসূচী হাতে নেয়া হবে।

বক্তব্য রাখেন, সমন্বয় কমিটির নবাবগঞ্জ উপজেলা সভাপতি ডা. কামরুন নাহার, সহ-সভাপতি কৃষিবিদ শহিদুল আলিম, সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহ্জাহান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. শাহ্ জালাল প্রমূখ।

আপনার মতামত দিন