নবাবগঞ্জে সংখ্যালঘুদের জমি দখলের চেষ্টা, আহত ৫

736
নবাবগঞ্জে সংখ্যালঘুদের জমি দখলের চেষ্টা, আহত ৫

১৫ জুলাই, শুক্রবার ঢাকার নবাবগঞ্জের মাশহাইল এলাকায় হিন্দু দলিত সম্পদ্রায়ের জমি জোরপূর্বক দখল করাতে গিয়ে সংখ্যালঘুদের উপর হামলা করে এক দল সন্ত্রাসী।এতে মারাত্মক আহত হয়েছেন ৫ জন।

এই হামলার ঘটনাটি ঘটে শুক্রবার বিকাল ৩টায়। সন্ত্রাসীরা দলিত সম্প্রদায়ের জমি দখল করে তাদের উচ্ছেদ করতে গেলে বাধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে সংখ্যালঘু দলিত সম্প্রদায়ের উপর হামলা চালায়। এত মারাত্মক আহত হয়: বেদনা দাশ, মালঞ্চ রানী দাশ, অরুন দাশ, লক্ষণ দাশ, কান্তা দাশ। আহতের মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

এই ঘটনা অনুসন্ধানে যখন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ যায়, তখন BDMW এর নেতা এড. বরীন্দ্র যোষের সাথে খারাপ ব্যাবহার করে নবাবগঞ্জ থানার কত্যর্বরত পুলিশ। তারা এই বিষয়ে উদাসীনতা দেখায় এবং কোন ধরনে আইনি ব্যাবস্থা গ্রহন করতে অপরাগতা পোষণ করে।

১৫ জুলাই, বাংলাদেশ মাইনরিটি ওয়াচ যখন অসহায় দলিত সম্প্রদায়কে আইনি সাহায্যের জন্য নবাবগঞ্জ থানায় যায় তখন নবাবগঞ্জ থানার পুলিশ অফিসার মো. আবুল বাসার মাইনরিটি ওয়াচের সালাম নেওয়াজ এবং দশরথ চন্দ্র সরকরের সাথে খারাপ ব্যবহার করে।

আপনার মতামত দিন