২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল ও পথ সভা করেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলা ও দোহার নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি আনন্দ মিছিল বের হয়।
মিছিলটি উপজেলা ফটক হয়ে বাগমারা কোর্ট বিল্ডিং প্রদক্ষিণ করে কায়কোবাদ চত্তর ঘুরে শহীদ মিনারে ফিরে আসে। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন- ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম, বক্সনগর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান, শাহীন খান, মাসুদ আলম, কৃষকলীগের উপজেলা সভাপতি জাহিদ হায়দার উজ্জল, যুবলীগের উপজেলা সাধারণ সম্পাদক মো. নূরে আলম, স্বেচ্চাসেবকলীগের উপজেলা সহ-সভাপতি শেখ সুজন বাবু, সেলিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ খান, ছাত্রলীগ নেতা- তাসদিদ আহমেদ, শোভন সিকদার, মেহেদি হাসান রানা, সাইফুল বারী শান্ত, নাহিদুল আলম নাদিম প্রমূখ।