নবাবগঞ্জে শুরু জেএসসি ও জেডিসি

269

সারাদেশের ন্যায় দোহার উপজেলায় জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। এবার উপজেলার মোট পাঁচটি কেন্দ্রে ৫৮৪৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ। এর মধ্যে জেএসসিতে ৫৬১২ জন এবং জেডিসিতে অংশ নিচ্ছে ২৩১ জন পরীক্ষার্থী।

আজ ১ নভেম্বর বুধবার বাংলা প্রথম পত্র দিয়ে শুরু করে ১৮ নভেম্বর শনিবার চারু ও কারুকলার মধ্যে দিয়ে শেষ হবে এবারের জেএসসি এবং জেডিসি পরীক্ষা।

আজ বুধবার সকাল ১০ টায় পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর পরীক্ষা কেন্দ্রগুলো পরির্দশনে বের হন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন। এই সময় তিনি নবাবগঞ্জের সাতটি কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় তোফাজ্জল হোসেন বলেন, পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, পরীক্ষার কেন্দ্রেগুলোতে পরীক্ষা শুরু হওয়ার আগে থেকে শেষ হওয়ার পর পর্যন্ত সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে।

আপনার মতামত দিন