নবাবগঞ্জে শুদ্ধ জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

139

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় ইনিশিয়েটিভ ফর পিপলস সেলফ ডেভেলপমন্টে ও সহযোগিতায় পিকেএসএফ (পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন) এর উদ্যোগে আন্তঃস্কুল শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে বিদ্যালয়ে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো. ফারুক আহম্মদ। বিচারকমন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের এর শিল্পী অনিমা মুক্তি গমেজ ও তাপসী ঘোষ। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নবাবগঞ্জের মোট ১৮টি বিদ্যালয় ও ৩টি কলেজ । প্রতিটি স্কুল ও কলেজ থকে মোট ১০ জন করে প্রতিযোগী অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়।

আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ মোশারফ হোসেন, রঞ্জিত চন্দ্র দাশ, মোঃ আমান উল্লাহ, আব্দুল মান্নান , আজাহার আলী, তুহিন আলী সহ বিভিন্ন স্কুল থকে আগত শিক্ষক-শিক্ষিকামন্ডলী।

আপনার মতামত দিন