নবাবগঞ্জে শক্তি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান

254

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় ২০১৭ সালে পিএসসি, জেএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ৮ জন কৃতী শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেছে শক্তি ফাউন্ডেশন। বৃত্তিপ্রাপ্তরা সবাই শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন প্রকল্পের সদস্যদের সন্তান।

বুধবার বিকাল সাড়ে ৫টায় কলাকোপা সমসাবাদে শক্তি ফাউন্ডেশনের নবাবগঞ্জ-১ শাখা থেকে বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় সংস্থার কর্মকর্তারা জানান, ২০১৮ সালে সারা দেশে পিএসসি, জিএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১৩১ শিক্ষার্থীকে ২ লাখ ৩৪ হাজার ৫শ’ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন ২৬ বছর ধরে দরিদ্র নারীদের আর্থ-সামজিক উন্নয়নে কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ঢাকা নবাবগঞ্জ এরিয়া সুপারভাইজার লুৎফর রহমান, ব্যবস্থাপক মো. লালচান, ব্যবস্থাপক মো. লতিফুল ইসলাম, আকলিমা খাতুন প্রমুখ।

আপনার মতামত দিন