নবাবগঞ্জে রেডজোন হিসাবে চিহ্নিত ৫ টি অঞ্চল

4305
নবাবগঞ্জের করোনাভাইরাস পরিস্থিতি

করোনা বিস্তার রোধে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় ৬টি অঞ্চলকে হিসাবে ঘোষনা করা হয়েছে। এর মাঝে রেডজন হিসাবে চিহ্নিত করা হয়েছে যন্ত্রাইল ইউনিয়ন, বান্দুরা ইউনিয়ন, কলাকোপা ইউনিয়ন, বাহ্রা ইউনিয়ন, বক্সনগর ইউনিয়ন। এছাড়া ইয়োলো জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে ৫টি ইউনিয়ন।

ইয়োলো জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে জয়কৃষ্ণপুর ইউনিয়ন, বারুয়াখালি ইউনিয়ন, নয়নশ্রী ইউনিয়ন, শোল্লা ইউনিয়ন ও কৈলাইল ইউনিয়ন।

নবাবগঞ্জ উপজেলায় গ্রিন জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে শিকারীপাড়া ইউনিয়নকে। এই উপজেলায় শিকারীপাড়া ইউনিয়নেই এখন করোনা সংক্রমিত কোন রোগী পাওয়া যায় নি।

ঢাকা জেলা সিভিল সার্জনের সাক্ষরিত এই চিঠিতে বর্তমান ইউনিয়ন ভিত্তিক করোনা রোগীর সংখ্যা ও লাখের হিসাবে রেড জোন, ইয়োলো জোন ও গ্রিন জোনে ভাগ করা হয়েছে।

উল্লেখ্য লাখে ৩০ জনের উপর করোনা রোগী থাকলে সেটাকে রেডজোন হিসাবে চিহ্নিত করা হয়।

আপনার মতামত দিন