নবাবগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

732

নবাবগঞ্জ উপজেলার মালিকান্দা গ্রামে মো. গোলাপ হোসেন পিংকু ( ৪৫) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা। আজ ২৬ মার্চ রবিবার বিকাল ৪ টার দিকে উপজেলার কৈলাইল ইউনিয়নের মালিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পিংকু উপজেলার কৈলাইল ইউনিয়নের মালিকান্দা গ্রামের  মিয়াজান বেপারীর ছেলে।

স্থানীয়রা জানায়, পিংকু ইট ভাটার মালিকদের সাথে মাটির ব্যবসা করতো । প্রতিদিনের মতো আজও সে বিকালে  ইটভাটায় মাটি দেওয়ার জন্য মালিকান্দা ব্রিজ এলাকায় গেলে দুর্বৃত্তরা তার হাত,পায়ের রগ কেটে  হত্যা করে পালিয়ে যায়। তার পরিবারের সদস্যদের দাবী, তাকে পরিকল্পীত ভাবে  হত্যা করা হয়েছে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে নিউজ থার্টিনাইনকে বলেন, “লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া  চলছে। পুলিশ অভিযান চালাচ্ছে  ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতারে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে”।

আপনার মতামত দিন