নবাবগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

594

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মোটর সাইকেল দুর্ঘটনায় শেখ সিয়াম খান (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে মোটর সাইকেলের পেছনে থাকা আরও দুই ছাত্র। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের কঠুরী এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নবাবগঞ্জ থানার বারুয়াখালি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন মৃধা।
নিহত শেখ সিয়াম খান ওই এলাকার শেখ সেকেন্দার আলী খানের ছেলে ও শিকারীপাড়া তোফাজ্জল হোসেন কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র। আহত অপর দুই ছাত্ররা হলেন নিহত সিয়ামের সহপাঠি আকাশ (১৮) ও প্রকাশ (১৭)।

স্থানীয়দের বরাতে পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন মৃধা বলেন, সিয়াম তার দুই সহপাঠীকে নিয়ে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। এসময় তারা কঠুরী এলাকায় ব্রীজের ঢাল দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজনই আহত হয়। স্থানীয়রা আকাশ ও প্রকাশকে উদ্ধার করে বারুয়াখালির একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। আর গুরুতর আহত সিয়ামকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

আপনার মতামত দিন