নবাবগঞ্জে মাসব্যাপী তাঁত বস্ত্র কুটির শিল্প মেলা উদ্বোধন

64

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ডাকবাংলোর মাঠে তাঁত বস্ত্র কুটির শিল্প মেলা উদ্বোধন করা হযেছে। মাসব্যাপী এ মেলার আয়োজন করেন নবাবগঞ্জ প্রেসক্লাব।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকালে এ মেলার উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন , ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।

পরে উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পনিরুজ্জামান তরুণ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সদর কলাকোপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম মৃধা, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পলাশ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, শিকারীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলিমুর রহমান খান পিয়ারাসহ আরও অনেকে।

শেষে জেলা আওয়ামী লীগীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ নবাবগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সাংবাদিকেরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেন।

আপনার মতামত দিন