নবাবগঞ্জে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

161

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সুমন নামে এক মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় ৫ পিস ইয়াবাসহ নবাবগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে। মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদ উল্লাহর ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড প্রদান করেন। সুমন দক্ষিণ চৌকিঘাটা গ্রামের অধিবাসী।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মো. তারেক জানান, সন্ধ্যায় উপজেলার বক্সনগর ইউনিয়নের দীঘিরপাড় খালপাড় মসজিদ মোড়ে ইয়াবা বিক্রি করার সময় ৫টি ইয়াবাসহ সুমনকে আটক করা হয়।

পরে রাত ৮টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদ উল্লাহর আদালতে হাজির করা হলে আদালত তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আপনার মতামত দিন