নবাবগঞ্জে মাদকসেবীর কারাদণ্ড

674
সংবাদ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দেলোয়ার হোসেন (২৮) নামে এ মাদকসেবীকে আট মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিল আহমেদ এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত দেলোয়ার হোসেন উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের আশয়পুর গ্রামের মনরুদ্দিনের ছেলে।
বারুয়াখালি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) তাজ উদ্দিন জানান, সকালে উপজেলার আশয়পুর এলাকায় মাদক সেবন করছিলেন দেলোয়ার। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে। পরে বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।

আপনার মতামত দিন