নবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

31

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমম্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা সদরের আব্দুল ওয়াছেক মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা কার্যালয়ের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এ কর্নমশালায় নবাবগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, বিভিন্ন মাদরাসার আলেম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু । বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান, ঢাকা জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ পরিচালক মো. বাহাউদ্দিন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুঁইয়া কিসমত প্রমুখ।

আপনার মতামত দিন