নবাবগঞ্জে মাঠ দিবস পালিত

426
Nawabganj Upazila of Dhaka Map, নবাবগঞ্জ উপজেলা
নবাবগঞ্জ

নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নে নবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ দফতরের উদ্যোগে মাঠ দিবস পালন করা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি রোববার উপজেলার নয়নশ্রী ইউনিয়নের রাহুতহাটী গ্রামের ঈদগাহ মাঠে স্থানীয় কৃষকদের নিয়ে আলোচনা সভার মাধ্যমে মাঠ দিবস উদযাপন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ মিথুন মুন্নী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাজনিন খানম, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজহারুল হক, কৃষক লীগের সভাপতি জাহিদার উজ্জ্বল, মিজানুর রহমান ও ফারুক আহমেদ।
এ সময় কৃষি কাজে কৃষকদের বিভিন্ন পরামর্শসহ আগামী দিনে কৃষির উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। রবি ফসল সরিষা উৎপাদন বাড়াতে উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহারে সব কৃষকদের উদ্বুদ্ধ করা হয়।

আপনার মতামত দিন