নবাবগঞ্জে মহিলা খুন

298

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার বালুর চর গ্রামে শোভারাণী নামের এক মহিলাকে জবাই করে হত্যা করেছে এইক গ্রামের রবু মিয়া ওরফে রাকিব হোসেন (২২) নামের এক দুর্বৃত্ত।

নবাবগঞ্জ থানার ওসি মাসুদ করিম জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শোভারাণীকে তার বাড়িতে একা পেয়ে তার শরীরের স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় শোভারাণী চিৎকার করলে রবু তাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনাস্থলে রাকিবের ফেলে যাওয়া রক্তমাখা জুতার সূত্র ধরে কাছাকাছি একটি মাঠে তাকে রক্তমাখানো অবস্থায় আটক করে। তারপর জনতা পুলিশকে খবর দেয়। পুলিশ রাকিবকে গ্রেফতার করে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় নিহত শুভারানীর ছেলে অমিত মণ্ডল বাদী হয়ে হত্যা মামলা করেছেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে রাকিবকে ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন