নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

109

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নে টিকারপুর নমপাড়া এলাকার সংখ্যালঘুদের নদীর ঘাটলা ও ইছামতি নদীর পাড় দখলকারী লুৎফর রহমানের অবৈধ স্থাপনা ভেঙে উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহম্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পাল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু’র নির্দেশে বৃহম্পতিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পালকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময়ে তিনি অভিযান চালিয়ে ওই সব অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে নদী দখল মুক্ত করেন।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু’র জানান, প্রবাসী লুৎফর রহমান প্রভাব খাটিয়ে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদীর পাড় ও গ্রামের নমপাড়া পঞ্চায়েত ঘাটলার জায়গা জবর দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছিলেন। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়েছে। ইছামতী নদী সহ সরকারি জায়গা কেউ অবৈধভাবে দখল করে রাখতে পারবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত দিন