নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

545
নবাবগঞ্জ

অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি, পণ্যের মেয়াদ উত্তীর্ণ এবং ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় ঢাকার নবাবগঞ্জে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেল ৫ টায় উপজেলা বাগমারা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দিন মঞ্জুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়৷

এসব প্রতিষ্ঠানগুলো হলো- বাগমারা বাজারে অবস্থিত ২ টি খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ভোক্তা অধিকার আইনে একটিকে ১০ হাজার টাকা এবং অপর একটিকে ৫ হাজার টাকা, আলপনা স্টোর নামে এক মুদি দোকানে পণ্যের মেয়াদ উত্তীর্ণ থাকায় ১০ হাজার টাকা, অনুমোদনহীন ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স না থাকায় রানা ফার্মেসীকে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকায় হিউম্যান কেয়ার ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট এইচ.এম সালাউদ্দিন মঞ্জু বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলে খাবার তৈরি এবং ওষুধসহ বিভিন্ন পণ্যের মেয়াদ না থাকায় এসব প্রতিষ্ঠান গুলোকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ এবং বাগমারা চাঁদনী প্লাজার কাপড়ের দোকান গুলোকে ঈদকে সামনে রেখে নির্ধারণ দামের চেয়ে যেন বেশি দামে না বিক্রি করে সেজন্য তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

আপনার মতামত দিন