নবাবগঞ্জে ভোট গ্রহন সম্পন্ন

1258
নবাবগঞ্জে ভোট গ্রহন সম্পন্ন

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠভাবেই সম্পন্ন হয়েছে নবাবগঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহন বিকাল ৪টা পর্যন্ত গ্রহন করা হয়। এই সময় হঠাৎ বৃষ্টির কারনে কিছুটা ছন্দ পতন হয় ভোট গ্রহনে।

যদিও ভোট গ্রহনের শুরুতে নবাবগঞ্জের বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহনকে কেন্দ্র করে সংঘর্ষের আসঙ্কা থাকলেও শেষ পর্যন্ত কোন অপ্রিতিকর ঘটনা ঘটে নি। সকালে বারুয়াখালি ইউনিয়নের বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বারুয়াখালি ইউনিয়নের ৭ নং বারুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে জাল ভোটের অভিযোগ করেন। এছাড়া আর কোথাও তেমন কোন অভিযোগ করেন নি প্রার্থীরা।

এর আগে বক্সনগর ইউনিয়ন পরিষদে বিএনপি সমর্থিক প্রার্থী এরশাদ আল মামুন ভোট বর্জন করলে অনেকটা সহজ হয়ে যায় আওয়ামী লীগ মনোনিত আব্দুল ওয়াদুদ এর চেয়ারম্যান নির্বাচিত হওয়া। তারপরও ভোট হয়েছে বক্সনগর ইউনিয়নে। কিন্তু ভোটার উপস্থিতির হার ছিল খুবই কম। এছাড়া ভোটকে কেন্দ্র করে যেকোন অপ্রিতিকর ঘটনা এড়াতে তৎপর ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।নবাবগঞ্জের রাস্তায় রাস্তায় তাদের টহল ছিল চোখে পড়ার মতো।

আপনার মতামত দিন