নবাবগঞ্জে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

174

নবাবগঞ্জ উপজেলায় মো. আহসান (৪৫) নামে এক মাংস ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে উপজেলার শৈল্লা এলাকার ইরি ক্ষেত থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আহসান উপজেলার রাধাকান্তপুর গ্রামের হাতেম খানের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, রোববার সকালে উপজেলা শৈল্লা এলাকায় ইরি ক্ষেতে স্থানীয় লোকজন কাজ করতে গেলে একটি গলাকাটা লাশ দেখতে পেয়ে নবাবগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে। এব্যাপারে নিহতের স্ত্রী হাসি বেগম অভিযোগ করে বলেন, এলাকার কিছু সন্ত্রাসী পরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যা করেছে। তিনি হত্যাকারীদের শাস্তি দাবি করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয় ।

আপনার মতামত দিন