নবাবগঞ্জে বৃদ্ধের মরদেহ উদ্ধার

502

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের রূপারচর গ্রাম থেকে হাসমত বেপারী (৫৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ আগস্ট) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত হাসমত উপজেলার শোল্লা ইউনিয়নের রূপারচর গ্রামের বাসিন্দা।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম তালুকদার জানান, শনিবার (২০ আগস্ট) দিনগত রাতে উপজেলার রূপারচর বাজারে হাসমতের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ রোববার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় দুপুরে নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে স্থানীয় মো. জসিম নামে এক ব্যক্তিকে প্রধান আসামিসহ মো. মারফত ও আমিন উদ্দিনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, শত্রুতার জের ধরে কেউ হাসমতকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মতামত দিন