নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

539

নবাবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. জয়নাল আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার পাতিলঝাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ঐ কৃষক পাতিলঝাপ গ্রামের মৃত ইমান আলীর ছেলে। পেশায় তিনি একজন কৃষক বলে এলাকাবাসী জানান।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গাছের ডাল পড়ে বৈদ্যুতিক তার ছিড়ে পথের উপরে পড়ে ছিল। দুপুরে জয়নাল জমি থেকে পাট কেটে মাথায় নিয়ে বাড়ির দিকে আসছিলেন। পথিমধ্যে বিদ্যুতের তারে পা জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তার পরিবারকে সংবাদ দেয় সংবাদ পেয়ে নিহতের ভাতিজা মো. আল-আমিন তার পরিবারের অনন্য সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে দায়িত্বরত চিকিৎসক জানান তার অনেক আগেই মৃত্যু হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক দত্ত বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার সহকারী উপ-পরির্দশক (এএসআই) মানুন বলেন, থানায় কেউ কোন অভিযো করেনি।

আপনার মতামত দিন