ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আর্সেনিক মুক্ত টিউবয়েল স্থাপনকালে বিদুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক নিহত এবং ছয় শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের বাহ্রা পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- হাফিজুল (২২), সুজা (১৮), মালেক (৩২)। হতাহতদের সবার বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার বিনবিনা গ্রামে।
জানা যায়, সকালে বাহ্রা পশ্চিমপাড়া গ্রামের মোঃ মঞ্জুর আলমের বাড়িতে আর্সেনিক মুক্ত টিউবয়েল স্থাপন করছিলেন শ্রমিকরা। এ সময় লোহার একটি পাইপ পার্শ্ববর্তী বিদ্যুতের তারে পড়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজা ও মালেক ঘটনাস্থলে এবং স্থানীয়রা আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে চিকিৎসক হাফিজুল নামে অপর আরেকজনকে মৃত বলে ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।