নবাবগঞ্জে বিদেশী পিস্তলসহ যুবক আটক

567
নবাবগঞ্জে বিদেশী পিস্তলসহ যুবক আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একটি বিদেশী পিস্তলসহ শেখ সুমন ওরফে স্টিকার সুমন (৩৩) নামে এক যুবককে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

পহেলা ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলার জালালপুরের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত সুমন জালালপুর গ্রামের মৃত শেখ রুস্তম আলীর ছেলে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম সুমন জানান,” বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদ পেয়ে জালালপুর গ্রামের শেখ সুমনের বসত ঘরে অভিযান চালানো হয়। ওই ঘর থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় শেখ সুমন তার ঘরে ছিলেন। পরে পুলিশ তাকে আটক পিস্তলসহ থানায় নিয়ে আসে। এ ব্যাপারে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে”।

নবাবগঞ্জে বিদেশী পিস্তলসহ যুবক আটক

আপনার মতামত দিন