ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী আব্দুল মান্নান গতকাল মঙ্গলবার প্রথম রোজায় ঢাকার নবাবগঞ্জ এতিমখানায় এতিম ও দুস্থদের সাথে উপজেলা বিএনপির নেতা কর্মীদের সাথে নিয়ে ইফতার ও দোয়া মাহ্ফিল করেন।
এসময় দেশ ও দেশবাসীর মঙ্গল কামনা করে সাবেক মন্ত্রী আব্দুল মান্নান বলেন, দেশে এখন গণতন্ত্র নেই। এ সরকার দেশের মানুষের শান্তি ছিনিয়ে নিয়েছে। রাত পোহালেই লাশের মিছিল নেমে আসে। পত্রিকা খুললেই দেখা মিলে হত্যা, গুম, খুনসহ নানা রাহাজানি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও আগলা ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও কলাকোপা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. ইব্রাহীম খলিল,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. আব্দুল সালাম, উপজেলা যুবদলের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন আজাদ, সাবেক যুবদলের সভাপতি মহসিন উদ্দিন পলাশ, বিএনপি নেতা ও গালিমপুর ইউপি চেয়ারম্যান তপন মোল্লা, বক্রনগর ইউপি চেয়ারম্যান এরশাদ আল-মামুন প্রমূখ।