নবাবগঞ্জে বালুভর্তি নসিমন কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

217
নবাবগঞ্জে বালুভর্তি নসিমন কেড়ে নিল বৃদ্ধের প্রাণ
VLUU L100, M100 / Samsung L100, M100

ঢাকার নবাবগঞ্জে বালি ভর্তি নসিমন কেড়ে নিলো ৭২ বছর বয়স্ক এক বৃদ্ধের প্রাণ। বিপরীত দিক থেকে আসা বালুভর্তি নসিমনের ধাক্কায় ইজিবাইক উল্টে যাত্রী জলিল মোল্লার মৃত্যু ঘটেছে।  নিহত জলিল মোল্লা হরিরামপুর উপজেলার ধুলসূরা ইউনিয়নের কমলাপুর গ্রামের মৃত ইসমাইল মোল্লার ছেলে। এই সময় ইজিবাইকের যাত্রী এস এম নাসিম বাবুল (২৬) ও ইজিবাইক চালক আহত হয়েছেন।

ইজিবাইকের আহত যাত্রী এস এম নাসিম বাবুল জানান, বুধবার দুপুর ১টার দিকে বারুয়াখালি থেকে একটি ইজিবাইকে চালক জলিল মোল্লা দুইজন যাত্রী নিয়ে বান্দুরার উদ্দেশ্যে রওনা দেয়। ইজিবাইকটি দড়িকান্দি ক্লাবের মোড়ে এলে অপরদিক থেকে আসা বালু ভর্তি একটি নসিমন গাড়ি ইজিবাইকে পাশদিয়ে ধাক্কা দিলে গাড়িটি উল্টে যায়। এতে যাত্রীসহ জলিল মোল্লা গুরুত্বর আহত হয়। সুযোগ বুঝে নসিমনের চালক পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গাড়ি থেকে বের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এর কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক জলিল মোল্লাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পরিদর্শক মো. মহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আপনার মতামত দিন