নবাবগঞ্জে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

172

ঢাকার  নবাবগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। সকাল ৬.০৮ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন উদ্যাপনের শুভ সূচনা করা হয়। এ উপলক্ষে  নবাবগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে। আজ বুধবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এবং নবাবগঞ্জ উপজেলা অডিটরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে জন্ম দিনের কেক কাটা হয়। বেলা ১১টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ঢাকা-১ আসনের সাংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নবাবগঞ্জ উপজেলার সাথে দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের রাজনীতির সূচনা হয়েছিল মুসলিম লীগের রাজনীতির মধ্য দিয়ে, পরে তিনিই হয়ে উঠেছিলেন অসাম্প্রদায়িক জাতীয়তাবোধ এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রবক্তা।

অন্য খবর  দোহারে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

 এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব নাসির উদ্দীন আহমেদ ঝিলু, নির্বাহী অফিসার জনাব এইচ. এম. সালাউদ্দীন মনজু,, সরকারি কর্মকর্তাবৃন্দ,নির্বাচিত জনপ্রতিনিধিগণ,বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনৈতিক নের্তৃবৃন্দ,শিল্পীবৃন্দ,প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অনেকে।

আপনার মতামত দিন