নবাবগঞ্জে বখাটেদের ভয়ে স্কুল ছেড়েছে এক ছাত্রী

614
ইভ টিজিং

বখাটেদের ভয়ে নির্বাচনী পরীক্ষা দিতে পারছে না এক ছাত্রী।  সে নবাবগঞ্জ উপজেলার শোল্লা হাই স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী। গত ৬ মাস আগে ঐ ছাত্রী বখাটেদের নির্যাতনের শিকার হয়। এ বিষয়ে এলাকাবাসী অভিযোগ করলেও বখাটেদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেন নি অধ্যক্ষ।

জানা যায়, গত ১১ এপ্রিল বিদ্যালয়ের ক্লাস শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় বখাটে অলক রাজবংশী সাগর ও অনিক মন্ডল ওই ছাত্রীকে লাঞ্ছিত করে। এ বিষয়ে ছাত্রীর বাবা অধ্যক্ষের কাছে অভিযোগ করে। পরে এ ঘটনায়  নবাবগঞ্জ থানায় একটি  মামলা করা হয়। এছাড়া বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে বখাটেদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করে। পরে স্কুল কমিটির সিদ্ধান্তে দুই বখাটেকে স্কুল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু পরবর্তীতে ওই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। এতে ওই ছাত্রী আতঙ্কিত হয়ে বিদ্যালয়ে আসতে পারছে না এবং পরীক্ষায় অংশ নিতে পারছে না।

এ ব্যাপারে শোল্লা হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্তে ওই ছাত্রদের স্কুলে লেখাপড়ার সুযোগ দেয়া হয়েছে।

অন্য খবর  নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত চিকিৎসাধীন বৃদ্ধ

তবে এবিষয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাহাবুবুর রহমান তারামিয়া ভিন্নমত পোষণ করে বলেন, এসব কিছু তার জানা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল আহসান বলেন, এ রকম কোন বিষয় তার জানা নেই । তবে খোঁজ নিয়ে দেখা হবে।

আপনার মতামত দিন