নবাবগঞ্জে ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ৫

672

ঢাকার নবাবগঞ্জে ইয়াবাসহ ৪ জন ও ফেনসিডিলসহ একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ও শনিবার রাতে উপজেলার পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।

ইয়াবাসহ আটককৃতরা হল উপজেলার আমিরপুরের মৃত শেখ আলাউদ্দিনের ছেলে শফিউদ্দিন সফু, একই এলাকার আলমগীরের ছেলে শুভ, জয়নাল ভূঁইয়ার ছেলে সুমন ও দীঘিরপাড় গ্রামের মৃত শেখ রজ্জব আলীর ছেলে কাইয়ূম এবং ফেনসিডিলসহ আটক মো. সোহেল উপজেলার কাশিমপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে। পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার আমিরপুর এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করে পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশি করে ২৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক মামলায় রোববার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই শফিকুল ইসলাম সুমন।

অন্যদিকে, শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর কাশিমপুর এলাকার মো. সোহেলের বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির গোয়ালঘর থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে নবাবগঞ্জ থানার এএসআই মামুন হোসাইন।

আপনার মতামত দিন