নবাবগঞ্জে প্রবাসীর স্ত্রী’কে কুপিয়ে হত্যা

260

আসাদ সবুজ, নিউজ৩৯.নেট ♦ কার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের গরীবপুর এলাকায় নুরজাহান বেগম (৩২) নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

 স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃস্পতিবার রাত দুইটার দিকে ৩/৪ জন দুর্বৃত্ত শিকারীপাড়ার গরীবপুর এলাকার প্রবাসী আব্দুস সালামের ঘরে ঢুকে তার স্ত্রী নুরজাহানকে কুপিয়ে হত্যা করে। শুক্রবার সকাল ১০টার দিকে নবাবগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। ঢাকা জেলা সহকারী পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) ডা. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে নিউজ৩৯-কে বলেন, “কী কারনে ঘটনাটি ঘটছে তা খতিয়ে দেখা হচ্ছে। আটককৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

আপনার মতামত দিন