নবাবগঞ্জে প্রবাসীর রহস্যজনক মৃত্যু

248

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯.নেট  ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ওমান প্রবাসী মো. মহসিন (৩৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত মহসিন উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্তচর গ্রামের লালমদ্দি ডিলারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মহসিন ১৯ জানুয়ারী ওমান থেকে দেশের বাড়িতে আসে। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে মহসিনদের ৩ ভাইয়ের সাথে কথা কাটাকাটি হয়। রাতের কোন এ সময়ে মহসিন তার বোনের বাড়ির বসত ঘরের পাশের একটি আম গাছের ডালে গলায় রশিতে ঝুলে “আত্মহত্যা” করে। রাতেই নিহতের লাশ আমগাছ থেকে নামিয়ে ফেলা হয়।

নিহতের স্ত্রী তাহমিনা ও বড় ভাই মো. শাহজাহান জানান, “হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মহসিনের মৃত্যু হয়েছে। রাতে তাকে উপজেলা সদরের স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন