নবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০ তম জন্মদিন পালিত

593
নবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০ তম জন্মদিন পালিত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন পালন করা হয়েছে । উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগ এর আয়োজন করে। এ উপলক্ষে গতকাল ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে দোহার-নবাবগঞ্জ কলেজ ক্যাম্পাস থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা কায়কোবাদ চত্বর হয়ে বাগমারা কোর্ট বিল্ডিং প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে এসে কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, উপজেলা সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, দোহার-নবাবগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াদুদ, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ইকরামুল নবি ইমু, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক আসাদুজ্জামান রনি, মো. আরমান, হাবিব বেপারি, আতিক বাবু, তাসদিদ আহম্মেদ, শোভন সিকদার, শেখ নাহিদুল আলম নাদিম, সাজু ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন