নবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারী-বৃদ্ধসহ আহত ৪

390

 

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারী ও বৃদ্ধসহ চার জন আহত হয়েছেন। বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা বড়নগর এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- লাল চাঁন মাঝি (৮০), শ্যাম চাঁন মাঝি (৭৫), অজিত মাঝি (৩০), সাথী মাঝি (২৫)।

স্থানীয়রা জানান, জমি নিয়ে চন্দ্রখোলা বড়নগর এলাকার লাল চাঁন মাঝি ও ইতি বাড়ৈর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিকেলে লাল চাঁন মাঝি তার জমি থেকে সরিষা কেটে বাড়ি নিয়ে আসছিলেন। এসময় ইতি বাড়ৈ লাল চাঁনের ওপর হামলা চালায়। খবর পেয়ে লাল চাঁন মাঝির ছোট ভাই শ্যাম চাঁন মাঝি, তার ছেলে অজিত মাঝি এবং ছেলের স্ত্রী সাথী মাঝি ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

লাল চাঁন মাঝি ও শ্যাম চাঁন মাঝির অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নবাবগঞ্জ থানার উপ পরির্দশক (এসআই) মো. কামরুল ইসলাম জানান, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত দিন