নবাবগঞ্জে প্রকল্প উদ্ভোধন করলেন ভ্যাটিকেন রাষ্ট্রদূত

559
জর্জ  কোচেরী

ঢাকার নবাবগঞ্জে ঢাকা ক্রেডিট সমিতির বান্দুরা বহুমুখী প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মোলাশীকান্দা জোনাস রোজারিও ভবনে বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ  কোচেরী এই প্রকল্পের উদ্ভোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রেসিডেন্ট মার্কুজ গমেজ।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত জর্জ  কোচেরী  বলেন, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড মানুষের সেবায় প্রতিনিয়ন কাজ করে যাচ্ছেন। আশা করি তারা এই কার্যক্রমের ধারাবাহিকতা ধরে রাখবে।

বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ ঝিলু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি হিউবার্ট গমেজ, কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. আব্দুল খালেক খান, দি মেট্রোপলিটন কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়াম্যান আগস্টিন পিউরীফিকেশন, বিআরডিবি’র উপ-প্রকল্প কর্মকর্তা (পজীব) মো. ইসহাক মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন পাভেল, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ প্রমূখ।

আপনার মতামত দিন