নবাবগঞ্জে পূজামন্ডপে চাল বিতরণ

227
নবাবগঞ্জ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে পূজা মন্ডপে জন্য চাল বিতরণ করা হয়েছে।  শুক্রবার সকালে উপজেলা আব্দুল ওয়াছেক মিলনায়তনে চাল বিতরণ করেন উপজেলা প্রশাসন।

এবছর উপজেলার ১৬৮টি পূজামন্ডপে পাঁচশ’ কেজি করে সরকারি চাল এবং প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের ব্যক্তিগত তহফিল থেকে  পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদাণ করা হয়।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,  নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. হাসান, প্রাক্তন অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিতাই চাঁদ তালুকদার, সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার প্রমুখ।

আপনার মতামত দিন