নবাবগঞ্জে পিতা পুত্রকে পিটিয়ে গুরুত্বর আহত

1041

নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের সোনাবাজু গ্রামের আদু দেওয়ান (৭৫) ও তার ছেলে আমিন দেওয়ান (২৮) কে পিটিয়ে গুরুত্বর আহত করেছে একই গ্রামের দুই বখাটে আরিফ দেওয়ান ও শাহ্জাহান দেওয়ান। গত ১৫ ফেব্রুয়ারী বুধবার সন্ধায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাবাজু এলাকায় বখাটে আরিফ দেওয়ান ও শাহ্জাহানের দেওয়ান সাথে গাড়ি ভাড়াকে কেদ্র করে আমিন দেওয়ান সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায় আরিফ ও শাহজাহান এলোপাথারী কিলঘুষি মারলে আমিন চিৎকার করেন। তার চিৎকার শুনে তার বাবা আদু দেওয়ান এগিয়ে আসলে টসলাইট দিয়ে তার মাথায় আঘাত করলে সে মাটিতে নুইয়ে পরে। স্থানীয়রা এগিয়ে এলে আরিফ ও শাহজাহান পালিয়ে যায়। আহত অবস্থায় তাদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তফা কামাল নিউজ ৩৯ কে বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”।

আপনার মতামত দিন