নবাবগঞ্জে নৌকার মাঝি হলেন যারা

224

News39.net: আগামী ৩১ জানুয়ারি আসন্ন ইউনিয়ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগের নবাবগঞ্জের ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদের জন্য নৌকা প্রতীক চূড়ান্ত করেছে বলে জানা গিয়েছে। শনিবার রাতে এই ১৪টি ইউনিয়নের নৌকার প্রার্থীদের নাম চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। তবে দলীয় সিদ্ধান্ত না মেনে যারা বিদ্রোহী প্রার্থী হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নবাবগঞ্জে নৌকার মাঝি হলেন যারাঃ
নৌকা পেলেন যারা
১। আগলা ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন- শিরিন চৌধুরী।
২। চূড়াইন ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন- মো.আব্দুল জলিল।
৩। গালিমপুর ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন- মো.আজিজুর রহমান ভূইয়া।
৪। বাহ্র ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন- মো.সাফিল উদ্দিন মিয়া।
৫। বক্সনগর ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন- মোঃ আঃ ওয়াদুদ।
৬। কলাকোপা ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন- মোঃ ইব্রাহিম খলিল।
৭। শোল্লা ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন- মিজানুর রহমান ভূইয়া কিসমত।
৮। কৈলাইল ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন- বশির আহমেদ।
৯। বান্দুরা ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন- মোঃ হুমায়ুন কবীর
১০। বারুয়াখালী ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন- এম এ বারি বাবুল।
১১। নয়নশ্রী ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন- মোঃ পলাশ চৌধুরী।
১২। শিকারীপাড়া ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন-
আলীমোর রহমান খান পিয়ারা।
১৩। জয়কৃষ্ণপুর ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন- রেশমা আক্তার।
১৪। যন্ত্রাইল ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন- এ কে এম মনিরুজ্জামান।

আপনার মতামত দিন