চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং অতি দ্রুত দাম কমানোর দাবিতে ঢাকার নবাবগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ঢাকা জেলার নেতৃবৃন্দ। রোববার দুপুরে উপজেলা ফটক থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পদযাত্রা শেষে শহীদ মিনারের সামনের রাস্তায় দাড়িয়ে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো এবং বাজার তদারকির ব্যবস্থার দাবি জানান। এর আগে পার্টির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা সভাপতি আব্দুল বারেক, সাধারণ সম্পাদক আজহারুল হক, কেন্দ্রীয় নেতা করম আলী, নবাবগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল জলিল, দোহার উপজেলা সভাপতি নাসির উদ্দিন পল্লব, সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা, ঢাকা জেলা সদস্য নাছির উদ্দিন বাহার, আব্দুল মান্নান, পীরজাদা আসাদুজ্জামান প্রমুখ।