নবাবগঞ্জে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

127

মোঃ ফয়সাল, স্টাফ রিপোর্টার, news39.net: ঢাকার জেলার নবাবগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নবাবগঞ্জের সমসাবাদ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। যুবকের নাম রামকৃষ্ণ সাহা অন্তু। বয়স ২৫ বছর। সে একজন বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার বাবা স্থানীয় নবাবগঞ্জ বাজারের মিঠাই ব্যাবসায়ী।

প্রতিদিনের মতো নিজ কর্মস্থল থেকে ফিরে গোসল করে ঘরে এসেছিলো অন্তু। টিনের ঘরে বারান্দায় জিয়াই তার টানানো ছিলো কাপর শুকানোর জন্য। কিন্তু জিয়াই তারটি বিদ্যুতায়িত হয়ে গিয়েছিল। তারটি ইলেক্ট্রিক লাইনের সাথে সংযুক্ত হয়েছিলো। গোসল করে ভেজা গামছা শোকাতে দেওয়া মাত্র তার ছিড়ে তার হাতে পেচিয়ে যায়। ঘটনাস্থলেই সে জ্ঞান হারিয়ে ফেলে। বাড়ির লোকজন দ্রুত তাকে ছাড়িয়ে ফেললোও বাচানো যায় নি অন্তুকে।
হাসপাতালে নেওয়ার সময়কালে পথিমধ্যে অন্তুর মৃত্যু ঘটে।

আপনার মতামত দিন