স্টাফ রিপোর্টার ♦
বৃহস্পতিবার নবাবগঞ্জের কাশিমপুরে পল্লী বিদ্যুৎ অফিসের পাশে তারাবী নামাযের সময়ে ডাকাতির ঘটনা ঘটেছে।
নবাবগঞ্জ সদর প্রতিনিধি শিশির আহমেদ জানান, তারাবীর নামায পড়তে মুসল্লিরা মসজিদে গেলে রাত আনুমানিক পৌনে নয়টায় আগে থেকে ওঁত পেতে থাকা ডাকাত দল কাশিমপুরে পল্লী বিদ্যুৎ অফিসের পাশের বাড়ীতে হানা দিলে বাড়ীর গৃহকর্তীর চিৎকারে পাড়া-প্রতিবেশীরা দৌড়ে আসে। তৎক্ষণাৎ ডাকাতদল গৃহ কত্রীকে(৪০) দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে নবাবগঞ্জ হাসপাতালে ভর্তির পর সুচিকিৎসার জন্য রাতেই ঢাকা নিয়ে যাওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন গ্রেফতারের খবর পাওয়া যায় নি।
আপনার মতামত দিন
![](https://news39.net/wp-content/uploads/2023/08/protiva-coaching-ad-primary-teacher-2023-min.jpg)