নবাবগঞ্জে নবধূর রহস্যজনক মৃত্যু

407

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আলালপুর গ্রামে পিংকি আক্তার @ লাখি (২০) নামে এক নবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত লাখি উপজেলার পুরাতন বান্দুরা এলাকার মো. আলী বেপারীর মেয়ে।
লাখি’র বড় ভাই রানা বেপারী জানান, রাত ১১ টা ২০ মিনিটে লাখির স্বামী ফাহিম সিকদার(২২) আমার বোন আফরোজা আক্তার রানী’র কাছে ফোন করে জানায়, লাখি মারা গেছে। এই সংবাদের ভিত্তিতে আমি ও পরিবারের অন্যান্য সদস্যরা আলালপুর লাখির স্বামীর বাড়িতে পৌঁছে দেখি মৃত লাখির লাশ খাটের ওপর রাখা। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি জানান। পরিবারের দাবি লাখিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এই বিষয়ে নবাবগঞ্জ থানার এস আই মহিদুল ইসলাম বলেন, লাশ ময়না তদন্তের জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত দিন