নবাবগঞ্জে নবজাতক শিশুর লাশ উদ্ধার

245

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠের পাশে ইছামতি নদীর পাড় থেকে বুধবার এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে স্থানীয় যুবকরা দোহার নবাবগঞ্জ কলেজ মাঠে ক্রিকেট খেলার সময় বল ব্যাটের আঘাতে ইছামতি নদীর ঘাটে যায়। এসময় এক যুবক বলটি আনতে গেলে শিশুর লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে ঘনাটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নবাবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ্জাহান জানান, কে বা কারা নবজাতকের মৃতদেহ নদীর পাড়ে ফেলে রেখে যায়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

আপনার মতামত দিন