নবাবগঞ্জে নদীগর্ভে বিলীন ৩ শতাধিক বাড়িঘর

464

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কালিগঙ্গা নদীর ভাঙনে শোল্লা ইউনিয়নের তিন শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

সরেজমিনে দেখা যায়, ২/৩ দিন ধরে কালিগঙ্গা নদীর ভাঙন বেশি দেখা দিয়েছে। এ অবস্থায় ইউনিয়নের চকোরিয়া, খতিয়া ও কোণ্ডা এলাকার অর্ধশতাধিক বাড়ি নদীগর্ভে চলে গেছে। ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ শতাধিক বসতবাড়ি।

স্থানীয়রা জানান, ৪/৫ বছরে নদী ভাঙনে সহস্রাধিক পরিবার গৃহহীন হয়েছে। কালীগঙ্গা নদীর ধারে যারা বাস করতো তারা বাড়িঘর হারিয়ে কে কোথায় চলে গেছে তা কেউ বলতে পারে না।

চকোরিয়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী শিউলি আক্তার বাংলানিউজকে বলেন, ‘আমাদের বাড়িটি অনেক বড় ছিলো, ভাঙতে ভাঙতে এখন এক শতাংশ জায়গা আছে। যেকোনো সময় বাকি জায়গাটুকুও ভেঙে যেতে পারে। এরপর মনে হয় স্বামী-সন্তান নিয়ে রাস্তায় থাকা লাগবো।’

নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদ বলেন, ‘ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য উচ্চ পর্যায়ে যোগাযোগ করছি। ভাঙন এলাকার মানুষের পাশে উপজেলা প্রশাসনের সহযোগিতা সব সময়ই থাকবে।’

আপনার মতামত দিন