নবাবগঞ্জে নতুন ১৫ জন করোনা আক্রান্ত, মোট আক্রান্ত ১৭৩

192
নবাবগঞ্জের করোনাভাইরাস পরিস্থিতি

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৭৩ জন।
রবিবার রাত ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার(রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ।

তিনি জানান গত ০২.০৬.২০ তারিখ মঙ্গলবার পাঠানো ৮৭ জনের নমুনা হতে ১৫ জনের করোনা শনাক্ত করা হয়। এর মধ্যে একজন ব্যাংক কর্মকর্তা রয়েছে। নতুন করে করোনায় আক্রান্তরা উপজেলার জয়কৃষ্ণপুর, বান্দুরা, কলাকোপা, আগলা, যন্ত্রাইল, চুড়াইনের বাসিন্দা বলে জানা গেছে।

সংক্রমনের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৫ জন এবং মৃত্যুবরন করেছে ৩ জন।

আপনার মতামত দিন