নবাবগঞ্জে দুই ভাইয়ের কারাদন্ড

162

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদক বিক্রয় ও সেবনের অপরাধে মো. নাসির উদ্দিন (৭০) ও মো. ওয়াছেক (৬০) নামে আপন দুই ভাইকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম সালাউদ্দিন মনজুর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আটককৃতরা উপজেলার উত্তর চৌকিঘাটা গ্রামের মৃত সমন মোড়লের ছেলে। সোমবার দুপুরে উত্তর চৌকিঘাটা গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নবাবগঞ্জ সার্কেলের কর্মকর্তাগণ তাদের আটক করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক দয়াময় দেব বলেন, নাসির ও ওয়াছেক দীর্ঘদিন যাবত আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রয় করে আসছিলো। সোমবার দুপুরে উত্তর চৌকিঘাটা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা দুই’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম সালাউদ্দিন মনজুর ভ্রাম্যমান আদালতে তাদের হাজির করা হলে মাদক বিক্রয় ও সেবনের দায়ে নাসির উদ্দিনকে ১ বছর ও ওয়াছেককে ৬ মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত।

আপনার মতামত দিন